দ্রুত ইং‌রে‌জি শিখ‌বেন যেভা‌বে

To read this article in English click here

ব‌হি‌র্বি‌শ্বের সা‌থে‌ যোগা‌যো‌গের জন‌্য ইং‌রে‌জির গুরুত্ব অপ‌রিসীম। বৃহৎ তথ‌্য ভান্ডার, নি‌জের ক‌্যা‌রিয়ার, উচ্চ শিক্ষা কিংবা বি‌দেশ ভ্রম‌ণের জ‌ন্যে ইং‌রে‌জির বিকল্প নাই। ইং‌রে‌জি ভাষা বি‌শ্বের বি‌ভিন্ন প্রা‌ন্ত্রের মানু‌ষের সা‌থে যোগা‌যো‌গের ক্ষে‌ত্রে, প্রফেশনাল সু‌যোগ সু‌বিধার কিংবা ভিন্ন ভিন্ন সংস্কৃ‌তির মিল‌নের ক্ষে‌ত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ‌্যম। আর আপ‌নি য‌দি একজন ই‌ঞ্জি‌নিয়ার হ‌য়ে থা‌কেন তাহ‌লে তো ভাল ইং‌রে‌জি শেখা ছাড়া আর কোন উপায়ই নেই কারণ ই‌ঞ্জি‌নিয়া‌রিং এর সমস্ত ম‌্যা‌টে‌রিয়ালস, রি‌সোর্স ইং‌রে‌জি‌তে। 

দ্রুত ইং‌রে‌জি শেখার জন‌্য ক‌য়েক‌টি কৌশল অবলম্বন কর‌তে পা‌রেন। যথা:- 

  1. শব্দভান্ডার সমৃ‌দ্ধিকরণ
  2. স্ট্রাকচার তথা গ্রাম‌্যা‌টিক‌্যাল বিষয়গু‌লো আয়ত্ত্বকরণ
  3. ইং‌রে‌জি শোনা
  4. ইং‌রে‌জি বলা  

১. শব্দভান্ডর সমৃ‌দ্ধিকরণ

এ‌ক্ষে‌ত্রে ইং‌রে‌জি নিউজ‌পেপার পড়া খুব ভাল একটা প্র‌্যাক‌টিস হ‌তে পা‌রে।  আপনি বাংলা ভাষাভাষী হলে দ্য ডেইলি স্টার নিউজপেপার পড়তে পারেন। কিছু ‌অ‌্যাপ আছে যেগু‌লো ইন্সটল কর‌লে কোন শব্দ ক‌পি কর‌লেই তার অর্থ দেখা‌বে।‌ নিউজ‌পেপার থে‌কে শেখা শব্দগু‌লো ম‌নে থাক‌বে ভাল। দৈ‌নিক য‌দি মাত্র পাঁচ‌টি ক‌রেও অর্থ শিখ‌তে পা‌রেন তাহ‌লে আপনা‌কে আটকায় কে! ইং‌রে‌জি মু‌ভি সাবটাই‌টেলসহ দেখ‌তে পা‌রেন। মু‌ভি থে‌কে শেখা শব্দও ম‌নে থা‌কে ভাল। 

android english to bangla dictionary
এই ধর‌ণের অ‌্যাপ ব‌্যবহার ক‌র‌লে শব্দ ক‌পি করলেই অর্থ দেখ‌তে পার‌বেন

 

২. গ্রামার প্র‌্যাক‌টিস করা

ইং‌রে‌জি শব্দ শেখার পাশাপা‌শি গ্রামার প্র‌্যাক‌টিস কর‌তে হ‌বে। কোন ভাষার স্ট্রাকচার তথা উক্ত ভাষা কিভা‌বে কাজ ক‌রে এটা জানা থাক‌লে দ্রুত আয়ত্ত্ব করা যায়। বাজা‌রে বি‌ভিন্ন ধর‌ণের ইং‌রে‌জি গ্রামার পাওয়া যায় যে‌কোন এক‌টি কি‌নে পড়া শুরু কর‌তে পা‌রেন। 

৩. ইং‌রে‌জি শোনা

ইং‌রে‌জি শুধু জান‌লেই হ‌বে না। ইং‌রে‌জি শু‌নে বোঝাও এক‌টি চ‌্যা‌লে‌ন‌জিং কাজ। নিয়‌মিত শুন‌তে থাক‌লে ইং‌রে‌জি লি‌সে‌নিং ক‌্যাপা‌সি‌টি নাটকীয়ভা‌বে বাড়‌বে। ইং‌রে‌জি শোনার জন‌্য গুগল পডকাস্ট অ‌্যাপ‌টি ব‌্যবহার কর‌তে পা‌রেন  এছাড়াও ইউ‌টিউ‌বে বি‌ভিন্ন ইং‌রে‌জি চ‌্যা‌নেল (BBC newsabc newsAl Jazeerasky news) থে‌কে ইং‌রে‌জি শুন‌তে পা‌রেন। 

google podcast app in image
গুগল পডকাস্ট অ‌্যাপ

৪. ইং‌রে‌জি বলা

ইং‌রে‌জি বলার জন‌্য বন্ধুবান্ধব‌দের সা‌থে চর্চা কর‌তে পা‌রেন। য‌দি সেরকম বন্ধু বান্ধব না থা‌কে তো গুগল প্লে স্টোর থে‌কে অ‌্যাপ ডাউন‌লোড কর‌তে পা‌রে যেটার মাধ‌্যমে বি‌শ্বের ‌বি‌ভিন্ন প্রা‌ন্তের মানু‌ষের সা‌থে ইং‌রে‌জি‌তে কথা বল‌তে পার‌বেন। যারা এই অ‌্যাপগু‌লো ব‌্যবহার ক‌রেন তারাও ইং‌রে‌জি বলা প্র‌্যাক‌টিস করার জন‌্যই ব‌্যবহার ক‌রেন। playstore এ সার্চ ক‌রেন worldwide english talking

ইং‌রে‌জি‌তে দক্ষতা অর্জন কর‌তে হ‌লে একইসা‌থে আপনা‌কে রাই‌টিং, স্পি‌কিং এবং লি‌সে‌নিং ক‌্যাপা‌সি‌টি বাড়া‌তে হ‌বে। 

Comments

Popular posts from this blog

PGCB AE mcq question solution 2024 | পিজিসিবি প্রিলিমিনারি প্রশ্নপত্র সমাধান

DWASA AE mcq question 2024 ঢাকা ওয়াসা প্রিলিমিনারি প্রশ্নপত্র