PGCB AE mcq question solution 2024 | পিজিসিবি প্রিলিমিনারি প্রশ্নপত্র সমাধান
এখানে প্রদত্ত প্রশ্নপত্র এবং সমাধানে কিছু বানানে ভুল থাকতে পারে। প্রশ্নপত্রটি পিজিসিবি প্রণয়ন করেছিল। মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ পদের নামঃ সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক (পরিবেশ) বিষয়ঃ প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা, তারিখঃ ২৯/০৩/২০১৪, সময়ঃ ৬০ মিনিট, পূর্ণমানঃ ১০০ (প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর প্রধান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে) ১. মীর মশাররফ হোসেনের ' বিষাদ সিন্ধু ' একটি ক) মহাকাব্য খ) ইতিহাস গ্রন্থ গ) উপন্যাস ঘ) জীবনী গ্রন্থ ২. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস খ) বঙ্গভাষা ও সাহিত্য গ) বাংলা সাহিত্যের রূপরেখা ঘ) বাংলা সাহিত্যের কথা ৩. 'কিন্ডারগার্ডেন' কোন ভাষার শব্দ ক) জাপানী খ) জার্মান গ) পর্তুগীজ ঘ) স্প্যানিশ ৪. 'ইতরবিশেষ' বলতে বুঝায় ক) দুর্বৃত্ত খ) অপদার্থ গ) চালাকি ঘ) পার্থক্য ৫. বড় থেকে বড্ড কোন ধরণের পরিবর্তন? ক) বিষমীচয়ন খ) সমীভবন গ) ব্যাঞ্জন বিকৃতি ঘ) ব্যঞ্জন দ্বিত ৬. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না ক...